বায়তুশ শরফে মুক্তিযোদ্ধা সন্তানদের সম্মাননা

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ১০:১০ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্‌রাসার বুনিয়াদি ও সমমনা ছাত্র পরিষদের উদ্যোগে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সম্মাননা অনুষ্ঠান ও দোয়া মাহফিল গতকাল শনিবার বাদ মাগরিব বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে বায়তুশ শরফের পীর ছাহেব শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীর (ম.জি.আ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. এহছানুল হায়দার চৌধুরী (বাবুল)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন- মাওলানা আবুল হাসান মুহাম্মদ নাঈমুল্লাহ, উদ্বোধনী বক্তব্য রাখেন- বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্‌রাসার বুনিয়াদি ও সমমনা ছাত্র পরিষদের সভাপতি এস.এম. সাজ্জাদ হোসাইন। শহীদ পরিবারের পক্ষে সম্মাননা পত্র গ্রহণ করেন বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফিজ উদ্দিন ও মুহাম্মদ শাহাব উদ্দিন, মোহাম্মদ মোরশেদ হোসেন আজাদ, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ আকবর হোসাইন। আরো উপস্থিত ছিলেন- মুহাম্মদ একরামুল হক, মোহাম্মদ আবুল হাশেম মাসুম, অধ্যাপক তাহের হোসেন সেলিম, মুহাম্মদ সাইফুল ইসলাম মুফতি, মুহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলাম, সরওয়ার উদ্দিন, মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুজিবুর রহমান, মুহাম্মদ আবিদ হোসেন মুরাদ, শাহজাদা মুহাম্মদ আবদুল কাইয়ুম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, রিদওয়ানুল হক জুনুন, ইয়াছিনুল কবির সিদ্দিকী, শেখ নেজাম উদ্দিন, আবু সালেহ, হাফেজ ফয়েজ, আহমদ হোসাইন, মুহাম্মদ এহছানুল হক মিলন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন-এডভোকেট এরশাদ হোসাইন ও মঈন উদ্দিন আহমেদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে রামকৃষ্ণ আশ্রমের সভা
পরবর্তী নিবন্ধআরিফ উল হাছান বাওয়া স্কুলের নতুন অধ্যক্ষ