বায়তুশ শরফে মতবিনিময় সভা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

বায়তুশ শরফের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনাসহ আগামী ২৭ ও ২৮ নভেম্বর কক্সবাজার বায়তুশ কমপ্লেক্সে অনুষ্ঠেয় বার্ষিক মাহফিল নিয়ে আনজুমনে ইত্তেহাদ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের এক মতবিনিময় সভা গত ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় ইসলামী গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফের পীর আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভীর (ম.জি.আ) সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আনজুমানে ইত্তেহাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া, সাবেক সেক্রেটারি লুৎফুল করিম মিন্টু, সহ সভাপতি মর্তোজা ছিদ্দিক, প্রফেসর শফিউর রহমান, নুরুল ইসলাম, মুহাম্মদ জাফর উল্লাহ, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, মোহাম্মদ রফিক খান, অধ্যাপক জামাল উদ্দিন, জানে আলম, অ্যাডভোকেট মিয়া আবদুর রহিম, অধ্যাপক আবু তাহের, মাওলানা ফরহাত আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলকে সফল করাসহ বায়তুশ শরফের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আনজুমনে ইত্তেহাদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামালখান ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধশামসুন নাহার খান নার্সিং কলেজের গভর্নিং বডির নির্বাচন