বায়তুশ শরফে নওজোয়ানের অভিষেক সম্পন্ন

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় বায়তুশ শরফ চট্টগ্রামের আয়োজনে বায়তুশ শরফের ত্রিরত্নের ইছালেসওয়াব মাহফিল, আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ত্রিবার্ষিক সম্মেলন এবং আনজুমনে নওজোয়ান বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শাখা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে নানা আয়োজনে অনুষ্ঠানগুলো রাত ১১টায় শেষ হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বায়তুশ শরফের ত্রিরত্ন হযরত কেবলা মীর মুহাম্মাদ আকতার (রাহ), হুজুর কেবলা শাহ সুফি মাওলানা আব্দুল জাব্বার (রাহ) এবং পীর সাহেব কেবলা বাহরুল উলুম শাহ সুফি কতুব উদ্দীনের (রাহ) ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মূল আকর্ষণ ছিলেন আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী। যোহরের নামাজের পর থেকে আছর পর্যন্ত আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী তিন বছরের জন্য আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি হিসেবে রাহবারে বায়তুশ শায়খ আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী এবং সাধারণ সম্পাদক হাফেজ আমান উল্লাহসহ ৩১ জনের নাম ঘোষণা করা হয়। আসরের নামাজের পর থেকে রাত ১১টা পর্যন্ত আনজুমনে নওজোয়ান বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শাখা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী তিন বছরের জন্য আনজুমনের নওজোয়ান বাংলাদেশ এর সভাপতি হিসেবে কাজী মাওলানা মুহাম্মাদ আবদুল হান্নান জিলানী ও সাধারণ সম্পাদক দিদারুল আলম সহ ৪৪ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান রাহবরে বায়তুশ শরফ মাওলানাা আব্দুল হাই নদবী হাফিজুল্লাহ। তিনি সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘রেহনুমা’র মোড়ক উন্মোচন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর ইউএনওর জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের সেমিনার