বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচি আগামীকাল বুধবার থেকে বায়তুশ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন বুধবার বাদ মাগরিব হতে পাখ-পাখলির আসর, দ্বিতীয় দিন বাদ মাগরিব হতে ‘শানে মোস্তফা (সা.) মাহফিল’ এবং তৃতীয় দিন বাদ মাগরিব হতে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল।
এ কর্মসূচি সফল করার জন্য বায়তুশ শরফের পীর ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।