প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যারা ৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চাচ্ছে তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাঁশখালী উপজেলা প্রশাসন। গতকাল শনিবারও ১১২ জনকে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, করোনা ও লকডাউনের ফলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো সমস্যায় পড়ে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাইছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। সহায়তা পেয়ে অসহায়দের চোখে-মুখে যে হাসি ফোটে উঠে তা দেখে মনে বড় প্রশান্তি জাগে।
সহায়তা প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী, সেনাবাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান মো. আহসাব উদ্দিন, সদস্য ফরিদ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।