বাড়ি ফেরা, বিয়ে কিছুই হলো না

সৌদির সড়কে প্রাণ গেল সাতকানিয়ার যুবকের

সাতকানিয়া ও চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

দীর্ঘ ৭ বছর প্রবাসে ছিলেন মো. ফারুক (৩২)। দেশে আসার কথা ছিল আগামী ১৯ নভেম্বর। বিমানের টিকিট কেটে রেখেছিলেন। বিয়ের জন্য দেখা হচ্ছিল পাত্রীও। তবে, দেশে ফেরা হয়নি তার। বাড়ি ফেরার বদলে পরপারেই চলে গেলেন ফারুক। সৌদি আরবের দাম্মাম শহরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন। তার মধ্যে ফারুক একজন। তিনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় বিওসি মোড় এলাকার মৃত আবদুল মোনাফের ছেলে। নিহতের জেঠাতো ভাই আবদুর রহিম বলেন, কাজের সন্ধানে ৭ বছর পূর্বে ফারুক সৌদি আরব গিয়েছিল। সেখানে নারিয়া নামক অঞ্চলের একটি মুদি দোকানে চাকরি করতো সে। সৌদি আরবে অবস্থানরত ফারুকের ছোট ভাই তারেকের বরাত দিয়ে তিনি আরো বলেন, আগামী ১৯ নভেম্বর তার দেশে আসার কথা ছিল।

এজন্য বিমানের টিকেট করাসহ সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। ঘটনার দিন গত সোমবার সৌদি আরব সময় বিকেল ৩টার দিকে স্বর্ণ কিনতে এক বন্ধুকে নিয়ে মার্কেটে গিয়ে ৬ ভরি স্বর্ণও কিনে। পরবর্তীতে প্রাইভেটকার যোগে তার বন্ধুকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন ফারুক। পথিমধ্যে দ্রুতগতির একটি পেঁয়াজ বোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুমড়েমুছড়ে যায় এবং আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা ফারুক ও চালক ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিহত ফারুক কালিয়াইশ প্রবাসী কল্যাণ পরিষদের একজন সক্রিয় সদস্য।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে আইকিউএসির সেমিনার
পরবর্তী নিবন্ধসাতগাছিয়া দরবারের পীরের ইন্তেকাল