কক্সবাজারের চকরিয়ায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে বাড়ি থেকে জোর করে অপহরণের চেষ্টা চালিয়েছে এক বখাটে। অপহরণের ব্যর্থ হয়ে এ সময় হত্যার উদ্দেশ্যে ওই শিক্ষার্থীকে গলায় ছুরিকাঘাতও করা হয়। এ সময় শিক্ষার্থীর চিৎকারে চারিদিক থেকে লোকজন এগিয়ে এলে দ্রুত সটকে পড়ে ওই বখাটে।
গত মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাকারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে বখাটেকে আটক করে ইউনিয়নের মাঝের ফাঁড়ি স্টেশন থেকে। তার নাম তৌহিদুল ইসলাম (২২)। সে একই এলাকার সিরাজ নূরের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গলায় ছুরিকাঘাত সহ এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। এর পর অপারেশনের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করে আটটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে আহত ওই শিক্ষার্থী সম্পূর্ণ শঙ্কামুক্ত এবং হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার বলেন, ‘ওই শিক্ষার্থীকে অপহরণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার খবর পেয়ে আটক করা হয় বখাটে তৌহিদকে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার বিকেল তিনটা পর্যন্ত লিখিত অভিযোগ না দেওয়ায় আপাতত ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে বখাটে তৌহিদকে।’
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘যখনই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হবে, তখনই মামলা রুজু করা হবে।’