বাড়ির ৫০০ মিটার দূরে মিলল বোয়ালখালীর সাবেক ইউপি সদস্যের লাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ২:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করালডাঙ্গা গ্রাম থেকে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম খবরবে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান।

ওই ইউপি সদস্যের নাম হারাধন চৌধুরী (৫৫)। তিনি করালডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পরিবারের বরাত দিয়ে তারিক রহমান জানান, কাউকে না বলে আজ ভোররাত ৩টার দিকে তিনি বাসা থেকে বের হন। এরপর তিনি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন এবং বাড়ির ৫০০ মিটার দূরে তার মরদেহ দেখতে পান।

তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য আমরা মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়ের করা হবে, বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে কলাবোঝাই জিপ উল্টে নিহত ২
পরবর্তী নিবন্ধ১০ বছর পর শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ক্যাডার গিট্টু গ্রেপ্তার