রাঙ্গুনিয়ায় বাড়ির সামনে মোটরসাইকেল রেখে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করেন। ৫০ মিনিট পর বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এরপর ২ দিন ধরে খোঁজাখুঁজি করেও বাইক না পেয়ে ভুক্তভোগী ব্যক্তি রাঙ্গুনিয়া থানায় জিডি করেন। জিডি করার ২ ঘণ্টার মধ্যে চোরসহ বাইকটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি আব্দুল মজিদ প্রকাশ রাব্বি (৩২) রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি গ্রামের আবদুল লতিফের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন পাশের স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মো. নেজাম উদ্দিন নামে এক ব্যক্তি। গত ৯ আগস্ট রাত ৯টার দিকে তিনি তার ভাড়া বাসার সামনে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন। যেটির আনুমানিক মূল্য ২ লাখ টাকা এবং এটি নীল রংঙের একটি বাজাজ পালসার। তিনি পারিবারিক কাজ শেষে ৫০ মিনিট পর বের হয়ে দেখেন, তার রাখা মোটরসাইকেলটি নেই। দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ১২ আগস্ট তিনি রাঙ্গুনিয়া থানায় জিডি করেন। এর প্রেক্ষিতে পুলিশ সাথে সাথেই অভিযানে নামে। একপর্যায়ে জিডি দায়েরের দুই ঘণ্টার মধ্যে উপজেলার রোজারহাট বাজার সংলগ্ন ব্রিজের উপর থেকে চোরাই মোটরসাইকেলটিসহ অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, বাদী জিডি করার ২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেলটিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি চুরির ঘটনা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বাদীর এজাহার দায়ের এর প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।