রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদ থেকে ইয়াসমিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ইয়াসমিন ওই এলাকার প্রবাসী সেকান্দরের স্ত্রী। গতকাল সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়া বলেন, সোমবার গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর কথা শুনে তাদের ঘরে যাই। এ সময় দশম শ্রেণিতে পড়ুয়া ইয়াসমিনের বড় ছেলে জানায়, রোববার বিকাল থেকেই নিহত ইয়াসমিন আক্তারকে অস্বাভাবিক দেখাচ্ছিল। ইফতারের পর থেকেই বাড়ির ছাদে গিয়ে দরজা বন্ধ করে বসে ছিল। সন্তানরা তাকে সেখান থেকে নেমে আসতে বললেও তিনি তাদের মারধর করার ভয়ভীতি দেখায়। মধ্যরাতে সেহেরি খাওয়ার জন্য তাকে আবারও ডাকা হলে তখনও তিনি তাদের খেয়ে ঘুমিয়ে যেতে বলেন। এরপর সকালে ছাদে গিয়ে দেখেন সিড়ির দরজা খোলা এবং ওড়না পেচিয়ে তার লাশ ঝুলছে। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, গৃহবধূর পরিবারে ছেলে সন্তান ছাড়াও ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। স্বামী দীর্ঘ ১৪ বছর যাবৎ ওমান প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে একবার দেশে এসেছিল। নিহত ইয়াসমিন ইতোপূর্বেও কয়েকবার ঘুমের ঔষধ খেয়েছিল। তাই মানসিকভাবে তিনি ভাল ছিলেন না বলে মনে হচ্ছে। ঘটনার দিন রাতেও তিনি ছাদে উঠে সারারাত ওখানেই ছিল। সন্তানরা তাকে নামাতে চেয়েও পারেননি। সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।