সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুরের সাধন দাশের বাড়ির (দূর্গা বাড়ি) উঠান থেকে নিখোঁজ হয়েছে রঞ্জিত দাশ ও প্রিয়ংকা দে’ এর দুই বছরের শিশু অন্তু দাশ রাজদ্বীপ। গতকাল সকাল ৯ টার দিকে রাজদ্বীপ প্রতিবেশি অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলা করছিল। এর কিছুক্ষণ পরই তার মা তাকে আর খুঁজে পাচ্ছিলেন না। পরে আশপাশের সব ঘর এবং সম্ভাব্য আত্মীয়-স্বজনদের ঘরেও খুঁজে পাওয়া যায়নি। শিশুটির সন্ধান পাওয়া গেলে ০১৮২৪-১৭০৩৬৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করা হয়েছে।