বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে দৃষ্টিনন্দন শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, শহীদ মিনার হচ্ছে আমাদের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিচ্ছবি। এ মিনার যখনই যেকোনো মানুষের সম্মুখে উপস্থাপিত হবে তখনই তার মাঝে এর পেছনের ইতিহাস জানার আগ্রহ সৃষ্টি হবে। তিনি বলেন, রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও চট্টগ্রাম জেলাপরিষদ দেশের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক মান উন্নয়নের লক্ষেও কাজ করছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল হোসেন, সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার দেব, ম্যানেজিং কমিটির সদস্য মুমিন উদ্দীন চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুদৌজা, নুরুল কবির, শহীদুল্লাহ টিটু, নুরুল আমিন, সিরাজুদ্দৌলা সুমন প্রমুখ।