সীতাকুণ্ডে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় মো. আরশাদ উদ্দিন ওরফে এরশাদ (৩৪) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা
এলাকার আলী আহাম্মদের ছেলে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বলেন, পরিবেশ আইন অমান্য করে সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ছিল ওই যুবলীগ কর্মী। সে ঘটনায় গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে পরিবেশে নিয়ে আদালতে মামলা দায়ের করেন।
মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর সে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।