বাড়বকুণ্ডে মন্দিরের পাশের ঘরে ঝুলন্ত লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বাড়বকুণ্ড তীর্থধামের কাল ভৈরব মন্দিরের পাশের একটি ঘর থেকে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানান, ভৈরব মন্দিরের পাশে একটি ঘরে গলায় ফাঁস দেওয়া একটি লাশ দেখতে পেয়ে মন্দিরে আসা দর্শনার্থীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বাড়বকুণ্ড বাজারের পূর্বে পাহাড়ে তীর্থধামের কাল ভৈরব মন্দিরের পাশে একটি ঘর থেকে এক ব্যক্তির ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিরসবুজ বনে মালয়ী নিশিবক
পরবর্তী নিবন্ধদখলমুক্ত এলাকায় দেয়া হচ্ছে সীমানা প্রাচীর