বাড়বকুণ্ডে পেট্রোল পাম্পকে জরিমানা

ওজন কারচুপি

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ওজন কারচুপির অভিযোগে সীতাকুণ্ডে এক পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ডে সেবা ফিলিং স্টেশন নামের ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, ওই প্রতিষ্ঠানে লিটারে ৩৫ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ (৪৬) ধারা লঙ্ঘন করায় এ জরিমানা হয়েছে। এ সময় বিএসটিআই পরিদর্শক মোহাম্মদ মকুল মৃধাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ারলেস মোড়ে দুর্ঘটনা, টেক্সিচালক গুরুতর আহত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার