বাড়তি জেটি বরাদ্দ ও ঈদের ছুটিতে পুরোদমে কাজের অনুরোধ

বন্দরকে বিজিএমইএ ও কন্টেনার শিপিং এসোসিয়েশনের চিঠি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মে, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে জাহাজ এবং কন্টেনার হ্যান্ডলিং নিরবচ্ছিন্ন রাখতে শুধুমাত্র ঈদের দিন ছাড়া সরকারি ছুটিসহ অন্যান্য দিনগুলোতে পুরোদমে কাজ চালানোর অনুরোধ জানিয়েছে বিজিএমইএ এবং বাংলাদেশ কন্টেনার শিপিং এসোসিয়েশন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে লিখিত পৃথক পৃথক পত্রে এই আহ্বান জানিয়ে কন্টেনার জাহাজের জন্য বাড়তি জেটি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ কন্টেনার শিপিং এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ক্যাপ্টন এএস চৌধুরী বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ শাহজাহান বরাবরে লিখিত এক পত্রে আগামী ১০ থেকে ১৫ মে’র মধ্যে ঈদের ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতে শুধুমাত্র ঈদের দিন ছাড়া অন্য চারদিন পুরোদমে বন্দর চালু রাখার অনুরোধ জানিয়েছেন। অপর এক পত্রে বাংলাদেশ কন্টেনার শিপিং এসোসিয়েশন ঈদের আগে এবং পরের এক সপ্তাহ কন্টেনার জাহাজের জন্য বাড়তি জেটি বরাদ্দেরও অনুরোধ জানায়। যাতে চট্টগ্রাম বন্দরের নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত থাকে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান পৃথক একটি পত্রে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বরাবরে প্রেরিত পত্রে কন্টেনার জাহাজের জন্য বাড়তি জেটি বরাদ্দের অনুরোধ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাকের সঙ্গে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
পরবর্তী নিবন্ধচাঁন্দগাওয়ে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় শিবিরের সাথী গ্রেপ্তার