জাতীয় দলের শীর্ষ তারকা মুশফিকুর রহিমকে ‘বিশেষ উপহার’ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে উপহারের অংকটা ১০ লাখ টাকা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনই উপহার দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পাপন বলেন, মুশফিক আমাকে একদিন খেলা শেষ করে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম, আসলেইতো তাকে কিছু দেওয়া হয়নি। সেজন্য তাকে উপহার দেওয়া হয়েছে। তিনি আরো বলেন এটাই শেষ আর কাউকে দেব না । তবে জানা গেছে দলের গুরুত্বপূর্ণ আরো তিন সদস্য পাচ্ছে আর্থিক পুরস্কার। এই তিনজন হলেন সাকিব আল হাসান, লিটন দাস এবং তাসকিন আহমেদ। এই তিনজনকেও আর্থিক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিসিবির সবশেষ বোর্ড সভায়। তাদের তিনজনের জন্য বরাদ্দ ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা। সে হিসেবে প্রতিজন ২৩ লাখ টাকারও বেশি পাবে। দেশের কমিটমেন্টের জন্য সাকিব আর তাসকিন আইপিএলের সবশেষ আসরে খেলতে যাননি। লিটন খেলতে গেলেও জাতীয় দলের জন্য ফিরে আসেন কয়েক ম্যাচ পরই। সবদিক বিবেচনায় তাদের অনেকটা ক্ষতিপূরণের মতোই দেওয়া হচ্ছে এই আর্থিক অনুদান।