রমজানকে সামনে রেখে টিসিবির পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়েছে। রমজানের আগে মিলবে খেজুরও। শুরু থেকেই চট্টগ্রামের জন্য ২০টি ভ্রাম্যমাণ ট্রাক বরাদ্দ থাকলেও রজমানকে সামনে রেখে আরও ১০টি ট্রাক বাড়িয়ে ৩০টি করা হয়েছে। এখন নগরীর ৩০টি গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিদিন টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যের পণ্য নিয়ে যাচ্ছে বলে জানান টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ।
তবে প্রতিটি পণ্যের দাম ৫ টাকা করে বেড়ে যাওয়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান- বাজার দরের সাথে সমন্বয় করতেই ৫ টাকা করে বাড়ানো হয়েছে। সয়াবিন তেলের ক্ষেত্রে বাড়ানো হয়েছে প্রতি লিটারে ১০ টাকা। টিসিবি ক্রেতাদের মাঝে প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, প্রতিলিটার সয়াবিন তেল ১০০ টাকায়, প্রতি কেজি মসুরডাল(তুরস্কের) ৫৫ টাকায়, প্রতিকেজি পেঁয়াজ ২০ টাকায়, প্রতি কেজি ছোলা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। আগামী ২-৩দিনের মধ্যে খেজুরও বিক্রি করা হবে।
এদিকে গতকাল বিভিন্ন খুচরা বাজারে খবর নিয়ে জানা গেছে, প্রতি কেজি চিনি দোকানে বিক্রি হচ্ছে ৬৮ টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল ১৩৫ টাকায়, প্রতি কেজি মসুরডাল ৭৫ টাকা থেকে ১২০ টাকায়, প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায়। অথচ টিসিবির ট্রাকে এসব পণ্য প্রতি কেজি ১৩ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি হচ্ছে।
জামাল আহমদ জানান, এখন প্রতিদিন প্রতি ট্রাকে ৭শ’ কেজি চিনি, ১২শ’ লিটার সয়াবিন তেল, ৫শ’ কেজি মসুরডাল, ১ হাজার কেজি পেঁয়াজ ও ৬শ’ কেজি ছোলা দেয়া হচ্ছে বিক্রির জন্য। এখন ট্রাকের সংখ্যা যেমন বেড়েছে- তেমনি বেড়েছে পণ্যের পরিমাণও। তারপরও প্রতিটি ট্রাকের সমস্ত পণ্য বিক্রি হয়ে যাচ্ছে। কোন পণ্যই ফেরত যাচ্ছে না ।