বাহোপ চট্টগ্রাম বিভাগীয় চিকিৎসক সম্মেলন

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বাহোপ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনার গতকাল শুক্রবার সকালে নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য।

সম্মেলনে উদ্বোধক ছিলেন পরিষদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. সালেহ আহমেদ সুলেমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সদস্য ডা. মোবাশ্বের আলী খাদেম, সিলেট বিভাগীয় সদস্য ডা. সৈয়দ মোহাম্মদ আলী কাজল, ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগম। স্বাগত বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় কমিটি মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ।

প্রথম অধিবেশনে বিজ্ঞান সেমিনারে প্রধান প্রবন্ধকার ডা. শেখ ফারুখ এলাহী রোগীলিপি, রেপার্টরীকরণ ও ওষুধ নির্বাচন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জেলা সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন ভারত থেকে আগত দ্যা বেঙ্গল একাডেমি অভ্‌ এপ্লাইড হোমিওপ্যাথি চেয়ারম্যান ডা. বিশ্বজিত বসু ও অধ্যাপক ডা. শ্রীকান্ত চৌধুরী। বিজ্ঞান সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. বিশ্বজিত বসু ও মায়াজম ভিত্তিক ওষুধ নির্বাচন ও প্রয়োগ বিষয়ে উপস্থাপন করেন অধ্যাপক ডা. শ্রীকান্ত চৌধুরী।

আলোচনায় আরো অংশ নেন ডা. মৃদুল কান্তি দে, ডা. শ্রীতমা চৌধুরী, ডা. এসএম রবিউল হোসাইন, ডা. রতন বণিক, ডা. আব্দুর রাজ্জাক, ডা. অহিদ মো. আব্দুল্লাহ, অধ্যাপক ডা. ফজলুল কাদের, অধ্যাপক ডা, অসীম কুমার শীল, ডা. মঞ্জুর আহমেদ, ডা. মহিউদ্দিন মজুমদার, ডা. সরওয়ার আলম, ডা. প্রাণহরি নাথ, ডা. সুজিত কুমার পাল, ডা. শেখর ঘোষ আপন, ডা. এমএ গনি, ডা. বরুন আচার্য্য, ডা. মুহাম্মদ মহসীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিবেকানন্দ শিক্ষা পরিষদের ফ্রি চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধপাঁচ ট্রাফিক ইন্সপেক্টর ও ১৫ সার্জেন্ট পুরস্কৃত