বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শনিবার নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেলে জেলার উপদেষ্টা ডা. মৃদুল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলার প্রধান পৃষ্ঠপোষক ডা. সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। সংগঠনের চট্টগ্রাম জেলা সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডা. এসএম রবিউল হোসাইন, ডা. মো. মহসিন, ডা. অহিদ মো. আব্দুল্লাহ, ডা. আব্দুর রাজ্জাক, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. মোহাম্মদ মুছা, ডা. সাকিনা আক্তার লাকী, ডা. রতন কুমার বণিক, ডা. কাবেরী দাশ, ডা. এমএ ফজল, ডা. মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা সকলের জন্য নিশ্চিতকরণে হোমিওপ্যাথিক পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।












