বাহোপ চট্টগ্রাম জেলার বিজ্ঞান সেমিনার

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উচ্চতর প্রশিক্ষণ ক্লাশ উপলক্ষে বিজ্ঞান সেমিনার গত ২৫ আগস্ট নগরীর চকবাজারস্থ চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সরকার প্রতিনিধি ডা. সালেহ আহমেদ সুলেমান। সেমিনারে ‘রোগী পর্যবেক্ষণ কৌশল’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলা সাবেক সভাপতি ডা. .ইউ.এম আতাহার আলী, বাহোপ কেন্দ্রীয় সহসভাপতি ডা. মৃদুল কান্তি দে, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রভাষক ড. মো. এনামুল হক এনাম, ডা. এস.এম রবিউল হোসাইন। ডা. মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন ডা. মো. মুহসীন, প্রভাষক ডা. সাকিনা আক্তার লাকী, ডা. কাবেরী দাশ, অধ্যক্ষ ডা. পি.সি সাহা, ডা. ওমর ফারুক, ডা. অমিতা দেবী, ডা. এম.এ ফজল, ডা. রাহনুমা আক্তার সুখী, ফারজানা বারী, মো. মুসা, ডা. শেখর ঘোষ আপন, ডা. এমএস নাসির উদ্দিন, ডা. মাসুকা বেগম প্রমুখ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ডা. আবদুল করিম বলেন, হোমিও চিকিৎসায় রোগী সুস্থ করতে হলে কৌশলের মাধ্যমে রোগীর রোগ লক্ষণগুলো সংগ্রহ করা অপরিহার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজীবন সম্মাননা পেলেন আলমগীর কবির
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে তালা কেটে ৫ দোকানে চুরি