বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলার উদ্যোগে হোমিওপ্যাথি দিবস উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাহোপ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যের সভাপতিত্বে গতকাল শনিবার নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন ডা. অঞ্জন কুমার দাশ।
প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগম, ডা. মো. ছমিউদ্দিন, ডা. মৃদুল কান্তি দে, ডা. আব্দুর রহমান, ডা. ছালেহ জাহাঙ্গীর, ডা. এম. এ ফজল। আরো বক্তব্য দেন ডা. এসএম রবিউল হোসাইন, ডা. মো.
মহসীন, ডা. এমএ গণি, প্রভাষক ডা. সাকিনা আক্তার লাকী, অধ্যাপক ডা. অসীম কুমার শীল, ডা. অহিদ মোহাম্মদ আব্দুল্লাহ, ডা. সুজিত কুমার পাল, ডা. শেখর ঘোষ আপন, জোহরা আবজুন শিউলী, ডা. খাইরুন্নেছা মুন্নী, ডা. ফারজানা বাহার, ডা. মিজানুর রহমান, ডা. নুরুল ইসলাম, ডা. রাহনুমা আকতার সুখী, ডা. এম এম ফয়েজ উল্লাহ আল ফারুক, ডা. রতন কুমার বণিক, ডা. শহীদ হোসাইন মোর্শেদ, ডা. কাবেরী দাশ, ডা. মুহাম্মদ মুছা, অধ্যাপক ডা. বিমল কান্তি মজুমদার, ডা. প্রমোদ দাশ, ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. রাজু আহম্মদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হোমিওপ্যাথি চিকিৎসাকে গুরুত্ব দিলেই দেশের সকল মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তিনি হোমিওপ্যাথি চিকিৎসা প্রত্যন্ত জনপদে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে সেবার মানসিকতায় ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।