বাহুলী-হাইদগাঁও মিত্রপাড়া উদয়ন সংঘের ধর্মসভা

| শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়া পৌরসভাধীন বাহুলীহাইদগাঁও মিত্রাপাড়ায় উদয়ন সংঘের উদ্যোগে এক ধর্মীয় সভা গত ১২ মার্চ সভাপতি প্রদীপ মিত্রের সভাপতিত্বে এবং প্রবীর মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি দীপক কুমার পালিত। তিনি বলেন, ধর্ম মানুষকে উদারতা ও মমত্ববোধের শিক্ষা দেয়। সভা উদ্বোধন করেন রুবেল দাশ। প্রধান বক্তা ছিলেন লায়ন রিমন কান্তি মুহুরী। ধর্মীয় আলোচক ছিলেন উত্তম কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন তাপস দে, বিকাশ দাশ বিশু, সদস্য শিক্ষক দীপক কান্তি শর্মা, শ্যামল দাশগুপ্ত, রাজীব দে, বিকাশ ধর, পুলকানন্দ মহারাজ, প্রদীপ বৈদ্য, দীলিপ মিত্র প্রমূখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষক শিশির মিত্র।

পূর্ববর্তী নিবন্ধনারীকে তার উপযুক্ত সম্মান দিন
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের মাসব্যাপী ইফতার বিতরণ