বাহুলী গণহত্যা দিবসের ৫০তম বার্ষিকী আজ

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

১৯৭১ সালের ২৩ এপ্রিল পটিয়া সদরের নিকটবর্তী বাহুলী গ্রামের মিত্র পাড়া ও পার্শ্ববর্তী হাইদগাঁও গ্রামের গৌরাঙ্গ পাড়া এলাকায় বিভিন্ন বাড়িতে পাক হানাদার বাহিনী অভিযান চালিয়ে ১১ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। এতে শহীদ হন নগেন্দ্র মিত্র, সারদা চরণ মিত্র, কৃষ্ণ মিত্র, জীবন হরি মিত্র, রুক্ষিনী মিত্র, অনিল মিত্র, নিরঞ্জন দাশ, সাধন দাশ, সুনীল দাশ, কেমহরি দাশ ও কাঞ্চন মিয়া।
পটিয়া গৌরব সংসদ প্রতিবছর নানা আয়োজনে দিবসটি পালন করে থাকে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু জানান, এ বছর দিবসটির ৫০তম বার্ষিকী হলেও করোনা মহামারির কারণে সীমিত পরিসরে দিবসটি পালিত হচ্ছে। কাল (আজ) শুক্রবার বিকাল ৩টায় হাইদগাঁও গ্রামে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধসুরকার শ্রাবণ আর নেই
পরবর্তী নিবন্ধলকডাউন অমান্য করায় ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা