জাল ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৌলানা আবুল কালাম। গতকাল সোমবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় মামলায় দণ্ডবিধির ৪৪৭, ৩৮৭, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ধারায় অভিযোগ করা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মামলায় স্থানীয় ইউপি সদস্য এবাদুল হক ও গ্রাম পুলিশ লোকমান হাকিমকেও আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে রত্নপুর গ্রামের জমির হোসেনের স্ত্রী নুরুন্নাহার বেগমকে।
বাঁশখালী আদালতের আইনজীবী এ আর এম তকছিমুল গনী ইমন বলেন, ‘আদালতে ওয়ারিশ সনদ জাল জালিয়াতির একটি মামলা হয়েছে। মামলায় বাহারছড়ার চেয়ারম্যান, একজন ইউপি সদস্য ও একজন গ্রাম পুলিশসহ দশজনকে আসামি করা হয়েছে। ২০১৯ সালে ওয়ারিশ সনদটি প্রথমে ইস্যু করে কিছু জায়গা দানপত্র হয়েছিল। পরে ২০২১ সালে আরেকটা সনদে মৃত ব্যক্তিকে ওয়ারিশ দেখিয়ে মামলার বাদীর জায়গা জবরদখল করতে চায় আসামিরা। আসামিরা প্রভাবশালী হওয়ায় সিআইডিকে দিয়ে মামলাটি তদন্তের আবেদন জানালে আদালত সেটি মঞ্জুর করেছেন।