বাহারছড়া ইউনিয়ন শিশু পরিষদ নির্বাচন

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

উৎসাহ উদ্দীপনায় ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শেষ হলো টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন শিশু পরিষদ নির্বাচন। গতকাল শনিবার ৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ওই ইউনিয়নে ৪১২৫ জন ভোটারের মধ্যে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করেন। এর মধ্যে মেয়ে শিশু ১৬ জন, ছেলে শিশু ৯ জন।

ইউনিয়নের ২৫২টি শিশু পরিষদের কিশোর কিশোরীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়ন শিশু পরিষদ গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে অ্যাকশন মিডিওরের আর্থিক সহযোগিতায় ‘কিশোরকিশোরী এবং প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প’ কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন প্রক্রিয়াকে অনুসরণ করে শিশুদের এই নির্বাচন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, শিশুরা ভোট প্রদানের মাধ্যমে তাদের যোগ্য ইউনিয়ন চেয়ারম্যান এবং একইসাথে ওয়ার্ড চেয়ারম্যান নির্বাচন করলো। ভোটে তাসলিমা মুনির রিতা ৭৪৮ ভোট পেয়ে ইউনিয়ন শিশু পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকীভাবে ইসরায়েলের দুর্র্ধর্ষ গোয়েন্দাদের ফাঁকি দিল হামাস
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগরের মতবিনিময় সভা