বাহারছড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০

আগুনে পুড়ল সাতটি দোকান

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া মোশাররফ আলী মিয়া বাজারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এবং আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ৭টি বিভিন্ন ধরনের দোকানের মালামাল পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে সিএনজি গ্যারেজ, অটো পার্টস ও গাড়ির পার্টসের দোকান এবং ফার্নিচারের দোকান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় দোকানে রক্ষিত গ্যাসের বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন থেকে দোকানের মালামাল রক্ষা করার জন্য সাধারণ জনগণ এবং ব্যবসায়ীরা এগিয়ে গেলেও দোকানে থাকা গ্যাসে আগুন ধরে যাওয়াতে ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটে। তারা হলেন, মো. রুবেল, আবদুল গফুর, রাজিব, রাফছান, মো. ছাদেক, ইমাম উদ্দিন, শফিকুর রহমান ও মো. দুলাল।

বাহারছড়া ইউপি সদস্য মো. মনজুর আলম বলেন, দীর্ঘক্ষণ পর স্থানীয় জনগণ এবং বাঁশখালী ফায়ার সার্ভিস টিমের সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তার আগে মো. মুবিন, মো. রুবেল, মো. বেলাল, মো. মুরাদের সিএনজি গ্যারেজ, অটো পার্টস ও গাড়ির পার্টস’র দোকান, মো. মুজিবুর রহমান, মো. মফিজ এবং মো. এনামের ফার্নিচারের দোকানসহ মোট ৭টি দোকানের প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। আহতদের তালিকা ও বিস্তারিত ক্ষয়ক্ষতির বিবরণ উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। আগুন নেভাতে এবং মালামাল রক্ষা করতে গিয়ে যারা আহত হয়েছেন তারা স্থানীয়ভাবে এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, গাড়ির গ্যারেজে ওয়ারিংয়ের কাজ করার সময় প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে এর তীব্রতা মারাত্মক আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, ঘটনার প্রকৃত কারণ চি‎হ্নিত করতে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সবার সচেতনতার প্রয়োজন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীর জ‌মিয়তুল ফালাহ মস‌জিদ এলাকায় অ‌গ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধপরিবেশের ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি