বাহরাইনে বাইক দুর্ঘটনায় ফোরকান উল্লাহ (২৯) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কালোয়ার পাড়ার মাওলানা ওবাইদুল্লাহার পুত্র ও এক কন্যাসন্তানের জনক। গত মঙ্গলবার রাতে তার মৃত্যুর বিষয়টি পরিবার জানতে পেরেছেন।
নিহতের নিকটাত্মীয় আমানে আলম জানান, দীর্ঘ সময় ধরে ফোরকানকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে সেখানে থাকা স্বজন ও পরিচিতদের মাধ্যমে খোঁজখবর নেওয়া হলে তারা মৃত্যুর বিষয়টি জানতে পারেন। সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাহরাইনের ইছাটন এলাকায় তার বাইকের সঙ্গে অজ্ঞাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফোরকানের মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে সেখানকার সালমানিয়া হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ফোরকান উল্লাহর মরদেহ দেশে আনা অথবা সেখানে দাফনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।












