বাহরাইনে প্রস্তুতি ম্যাচে হারলো অনূর্ধ্ব-২৩ দল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১২:৪৩ অপরাহ্ণ

ভিয়েতনামে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব২৩ এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশের যুবারা। সোমবার রাতে ক্লোজডোর ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১০ গোলে হেরেছে তারা। টিম সূত্র জানায় পেনাল্টিতে এ গোলটি হয়। তবে খেলোয়াড় ও কোচদের কণ্ঠে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। কোচ সাইফুল বারী টিটু এই ম্যাচে দলের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যও যাচাই করেছেন। প্রায় সব খেলোয়াড়কে সুযোগ দিয়ে দলকে মূল্যায়ন করেছেন তিনি। ম্যাচ শেষে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ফরোয়ার্ড মিরাজুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ সবাই মাঠে নেমেছে এবং ভালো পারফরম্যান্স করেছে। কিছু ভুল ছিল, যেগুলো শুধরে আমরা পরের ম্যাচে আরও ভালো করবো।’ সহকারী কোচ হাসান আল মামুনও প্রস্তুতির দিক থেকে সন্তুষ্ট, ‘এই ম্যাচটা ছিল দলকে পরখ করে দেখার। আমরা সবাইকে খেলিয়েছি এবং খেলোয়াড়রাও নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’ আগামী ২২ আগস্ট দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও বাহরাইন। সেই ম্যাচে আরও উন্নত পারফরম্যান্সের আশা করছেন দলের সদস্যরা। মূল টুর্নামেন্ট সামনে রেখে অনূর্ধ্ব২৩ দলে রয়েছে দৃঢ় প্রত্যয়।

পূর্ববর্তী নিবন্ধসিনসিনাতি ওপেনের শিরোপা আলকারাজের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের ক্রিকেটারদের জ্ঞাতার্থে