বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আর নেই

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:০০ পূর্বাহ্ণ

বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আর নেই। বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেশটির রয়েল প্যালেসের বরাত দিয়ে বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, তার মরদেহ দেশে নিয়ে এসে জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে। খবর বাংলানিউজের। তার দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে। পৃথিবীর দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড করেছিলেন খলিফা বিন সালমান। দীর্ঘ ৫০ বছর বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের পরিকল্পনা করছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমিয়ানমারের জঙ্গলে নতুন প্রজাতির বানর