বান্দরবান–কেরানীহাট সড়কে যাত্রীবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহী। গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়কের সত্যপীরের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্মি এলাকার বাসিন্দা মো. তৌহিদ (২৩) ও নাজমুল হৃদয় (২২)। তাদের মধ্যে তৌহিদ মাছ বিক্রেতা আর হৃদয় মুরগির দোকানের কর্মচারী ছিলেন। আহত অপরজনের নাম কাদের বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান থেকে কেরানীহাটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলের সত্যপীরের মাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে আর্মি পাড়ার বাসিন্দা সাবিকুর রহমান বলেন, কেরানীহাটে একটি কাজে মোটরসাইকেল যোগে
তারা ৩ জন যাচ্ছিল। যাবার পথে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষে দুজন মারা গেছে। নিহতদের মধ্যে তৌহিদ ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার। তিনি জানান, নিহত দুজনের বাড়ি বান্দরবানে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।








