নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির ত্রিবার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (দ.) গতকাল রোববার আমানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ইদ্রিছ মিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
আনোয়ার আজিম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ইউনুচ গণি চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামিম। সভায় আরো বক্তব্যে রাখেন, সমিতির সহ-সভাপতি রুহুল আমিন চৌধুরী, সৈয়দ হোসেন, হাছান চৌধুরী, হাবিবুর রহমান, এম এ মালেক, ইসমাইল, অলি আহম্মদ, হারুন, শামশুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন থানার ওসি রফিকুল ইসলাম, শাহ আলম, মঞ্জুরুল আলম, সালাউদ্দিন চৌধুরী, আবুল মনছুর, সালেহ আহমদ চৌধুরী, ফারুক খাঁন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হানিফ, জাবেদ, ইকবাল বাপ্পি প্রমুখ।