বাস ভাড়াও কমবে জানালেন পরিবহন মালিক নেতা

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানোর প্রেক্ষিতে এবার কমছে পরিবহন ভাড়াও। খুব শিগগিরই বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিবহন ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ। এই পরিবহন মালিক নেতা বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য কমানোয় যানবাহনের ভাড়াও কমবে। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। খবর বাংলানিউজের।
সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, পরিবহন ভাড়া কমানোর দাবিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যান্য দেশের মতো প্রথম চার কিলোমিটারের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রাখলেও পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া বাংলাদেশে বেশি। এই ভাড়া কমাতে যেন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার দাবিতে কর্মসূচি থাকবে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআফগানদের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে শ্রমিকদের মজুরি বাড়ত না