বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, রক্ষা পেল ৪৫ যাত্রী

রাউজান প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট বাসটার্মিনাল থেকে লিচু বাগানের উদ্দেশে ছেড়ে আসা শাহা আমানত নামে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। ওই বাসে নারী, পুরুষ শিশুসহ ৪৫ জন যাত্রী ছিলেন। বাসটি ঠিকঠাকভাবে চলে আসলেও রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি শিশুবাগ স্কুল এন্ড কলেজ এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি শিশুবাগ স্কুল এন্ড কলেজ এলাকায়। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস থেকে কেউ জানালা দিয়ে লাফ দিয়ে, আবার কেউ দরজা দিয়ে বের হন। তবে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ। বাসটিতে থাকা আবুল কাশেম নামে এক যাত্রী বলেন, আমি পেছনের সিটে ছিলাম। হঠাৎ আওয়াজ হয়, দেখি গাড়ি নিচে নেমে যাচ্ছে। আমি কোনো রকম জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসি। বের হয়ে দেখি রাউজান গশ্চি শিশুবাগ স্কুল এলাকায় আমাদের বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে। তবে গাড়িটি যদি থমকে না যেতো বা পাশ থেকে দ্রুতগামী কোনো গাড়ি আসলে হয়তো লাশ হয়ে ফিরতে হতো। এদিকে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই যাত্রীরা নিজেরাই বের হতে সক্ষম হয়। কেউ হতাহত হয়নি। তবে কিছু সংখ্যক যাত্রী খুব ভয় পেয়েছিল। পরে গাড়িটি উদ্ধার করে চালকের জিম্মায় দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ৮৬ জনকে আসামি করে থানায় দুই মামলা
পরবর্তী নিবন্ধজলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর