বাস থেকে পড়ে টেক্সি চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

নগরীর বালুছড়া নতুন পাড়া ব্রিজের উপরে ৩ নম্বর বাস থেকে পড়ে সিএনজি টেক্সি চাপায় স্কুল ছাত্র মো. সাইফুল ইসলাম সায়মন (১২) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মন রাঙ্গুনিয়া থানার মোহাম্মদপুর এলাকার মো. কুতুবের ছেলে। সে রাঙ্গুনিয়া থানার জাকিয়া একাডেমির ৫ম শ্রেণির ছাত্র। মৃত্যুর বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার।

তিনি বলেন, ৩ নম্বর বাসের দরজায় দাঁড়ানো ছিল সায়মন। টার্নিং নেওয়ার সময় বাস থেকে নিচে পড়ে যায় সে। এরপর পাশ দিয়ে যাওয়া একটি সিএনজি টেক্সি তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সায়মন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও মানবতার জয়গান
পরবর্তী নিবন্ধবাড়ছে ভ্যাট বাড়বে ট্রেন ভ্রমণে ব্যয়