বাস চাপায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেইসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল–কুয়াকাটা ও বরিশাল–ভোলা মহাসড়কে শিক্ষার্থীদের পারাপার নিরাপদ করার জন্য বেশকিছু উদ্যোগও বাস্তবায়ন করা হবে। গতকাল শনিবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ–পরিচালক ফয়সাল মাহমুদ রুমি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তরিকতা, মানবিকতা ও তাদের ঐকান্তিক প্রচেষ্টায় শুক্রবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে একটি সুন্দর সমাধান হয়েছে। শুক্রবার রাত তিনটা পর্যন্ত ওই সভা হয় জানিয়ে তিনি বলেন, সভায় শিক্ষার্থীদের প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন, প্রক্টর রাহাত হোসাইন
ফয়সাল, সিন্ডিকেট সদস্য, বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, র্যাব–৮ এর উপ অধিনায়ক, সেনাবাহিনীর কর্মকর্তা, ডিজিএফআইর আঞ্চলিক প্রধান, বরিশাল–পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি ও নারায়ণগঞ্জ বাস মালিক সমিতির নেতা, নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের প্রতিনিধিরা ছিলেন।