বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের ‘মধ্য বিশ শতকের চট্টগ্রামের আধুনিক স্থাপত্য, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা’ শীর্ষক শিরোনামে আয়োজিত ওয়েবিনার গত রোববার রাত ৮টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বিশিষ্ট স্থপতি, স্থাপত্য ইতিহাসবিদ এবং ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক ড. আদনান জিল্লুর মোরশেদ। ওয়েবিনারে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন বাস্থই-চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ড. আবু সাঈদ এম. আহমেদ, বিশিষ্ট স্থপতি ও আরবান প্ল্যানার স্থপতি জেরিনা হোসেন এবং দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। ওয়েবিনারে প্রবীণ স্থপতি বিধান বড়ুয়া, স্থপতি সোহেল এম. শাকুর, স্থপতি তৌফিক খান, বাস্থই-চট্টগ্রাম চ্যাপ্টারের ১০ম চ্যাপ্টার কমিটির ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ, স্থপতি ফজলে ইমরান চৌধুরী প্রমুখ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন বাস্থই-চট্টগ্রাম চ্যাপ্টার কমিটির সদস্য (সেমিনার ও শিক্ষা) স্থপতি আদর ইউসুফ। প্রেস বিজ্ঞপ্তি।