বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপ্টারের দ্বি-বার্ষিক সাধারণ সভা, ২৪তম নির্বাহী পরিষদ ও ১০ম চট্টগ্রাম চ্যাপ্টার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অনলাইন ও ই-ভোটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্থপতি আশিক ইমরান চেয়ারম্যান, স্থপতি ফারুক আহমেদ ডেপুটি চেয়ারম্যান এবং স্থপতি ফজলে ইমরান চৌধুরী সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, স্থপতি বিজয় শংকর তালুকদার (কোষাধ্যক্ষ), স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী (সদস্য-পেশা), স্থপতি মোহাম্মদ সাইফুর রশিদ (সদস্য-সদস্য পদ), স্থপতি মোহাম্মদ ইমরান বিন হোসেন (সদস্য-ঐতিহ্য ও সংস্কৃতি) এবং স্থপতি মোহাম্মদ মঈনুল হাসান (সদস্য-প্রকাশনা) নির্বাচিত হয়েছেন। এছাড়া শুধুমাত্র সদস্য (সেমিনার ও শিক্ষা) পদে অনুষ্ঠিত নির্বাচনে স্থপতি আদর ইউসুফ নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।