বাস্তব জগত আর রূপকথার জগতের সমন্বয়ে তৈরি হয়েছে নতুন ভুবন

শব্দশিল্প আয়োজিত প্রকাশনা উৎসবে বক্তারা

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

শব্দশিল্প প্রকাশন আয়োজিত প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, ঐতিহ্যদেশজরঙিন রূপকথার শিশুসাহিত্যের রাঙাপথ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি মৌলিক পথের দিকে। বাস্তব জগত আর রূপকথার জগতের সমন্বয়ে তৈরি হয়েছে নতুন ভুবন। যে ভুবন স্বপ্নময়। রূপকথা নিছক ফ্যান্টাসির মধ্যে সীমাবদ্ধ নয়, একইসঙ্গে নানা শিক্ষণীয় উপাদানে সমৃদ্ধ। এসব গল্পে নীতিনৈতিকতা ও মূল্যবোধের চরম উপদেশগুলো অতিমাত্রায় অনিবার্য হয়ে উঠেছে কখনোকখনো। কল্পনার তুমুল আলোড়ন যেমন আছে, তেমনি এসব গল্পে আছে অবিশ্বাস্য ফ্যান্টাসি জগতের কাণ্ডকীর্তি। কত রাজকুমার, ডালিমকুমার ছুটে বেড়িয়েছে গুপ্তধনের সন্ধানে। লালপরিনীলপরিরা শিশুকিশোরদের জন্য তৈরি করে দিয়েছে স্বপ্নময় ভুবন। এসব নিয়েই সমৃদ্ধ হয়েছে শিশুসাহিত্যের ভাণ্ডার।

শিশুসাহিত্যিকপ্রকাশক মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও গল্পকার সাঈদুল আরেফীনের সঞ্চালনায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে উৎসবে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। শিশুসাহিত্যিক আল জাবেরীর ‘সেরা বিজ্ঞানী সেরা আবিষ্কার’ এবং গল্পকার নুরনাহার নিপার ‘রাজকন্যা ও নীলপরি’ গ্রন্থের আলোচনায় অংশ নেন আলোর পাতা সম্পাদক শিশুসাহিত্যিক এমরান চৌধুরী, স্বকাল শিশুসাহিত্য সংসদের পরিচালক কবি অরুণ শীল, গল্পকার আলী আসকর, কলামিস্ট শঙ্কর প্রসাদ দে, গল্পকার বিপুল বড়ুয়া, কবি আজিজ রাহমান, কবি অমিত বড়ুয়া, কবি শফিকুর রহমান সবুজ, দিলরুবা খানম প্রমুখ। বক্তারা দুই লেখকের বইয়ের ওপর আলোচনা করেন এবং তাদের সাহিত্যের অগ্রগতি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
পরবর্তী নিবন্ধশুদ্ধতম সংস্কৃতি চর্চা একটি জাতির পরিচয়কে অর্থবহ করে তোলে