অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রসেস করাসহ বিভিন্ন অপরাধে নগরের খুলশি থানাস্থ ‘বাস্কেট সুপারশপ’কে আড়াই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
দৈনিক আজাদীকে তিনি বলেন, সুপারশপটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রসেস করা হচ্ছিল। কর্মচারীদের স্বাস্থ্যসনদ করা হয়নি, কোভিড-১৯ ভাইরাসের টিকা সনদ প্রদর্শনে ব্যর্থ হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে প্রস্তুতকৃত নিন্মমানের খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির সাইনবোর্ডও বাংলায় লেখা হয়নি।
এদিকে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে নন্দনকাননস্থ ছয় ব্যবসা প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার টাকা জরিমানা করা হয়।