যানবাহনের বাড়তি ভাড়া নেয়া ঠেকাতে গতকাল থেকে বিশেষ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর বাস কাউন্টারগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে। পুলিশের অপরাধ বিভাগ, ট্রাফিক বিভাগ এবং গোয়েন্দা পুলিশের সমন্বয়ে গঠিত বেশ কয়েকটি টিম নগরীর বাস স্টেশনগুলোতে অবস্থান নিয়েছে। কোন বাস সার্ভিস বাড়তি ভাড়া নিলে তাদের গ্রেপ্তার করে রেগুলার মামলায় চালান দেয়ার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
পুলিশ জানিয়েছে, নগরীর থেকে কয়েক লাখ মানুষ বিভিন্ন গন্তব্যে ঈদ করতে বাড়ি যাবেন। বাসের টিকেট নিয়ে প্রতিবছরই নানা ধরনের অনিয়ম চলে। ঈদে বাড়তি ভাড়া নেয়া অনেকটা নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এবার পুলিশ বাড়তি ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নিয়েছে।
নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ যাত্রী হয়রানি ঠেকাতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। পুলিশ কমিশনারের নির্দেশে সিএমপির বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত টিমগুলো গতকাল থেকে কাজ শুরু করেছে। নগরীর স্টেশন রোড, কদমতলী, দামপাড়া, একে খান মোড়, বহদ্দারহাটসহ সেসব স্থান থেকে বাস ছাড়ে সে সব স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীবেশে পুলিশ বিভিন্ন কাউন্টারে গিয়ে টিকেটের দরদাম করছেন। কেউ বাড়তি দাম চাইলে সাথে সাথে গ্রেফতার করার নির্দেশনা দেয়া হয়েছে।
ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, আমরা শুধু রাস্তার শৃঙ্খলাই নয়, কাউন্টারে যাতে টিকেটের দাম নিয়ে কোন যাত্রীকে হয়রানি করা না হয় তার দেখভালও করছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অ্যাকশনে যাবে বলেও তিনি জানান।
সিএমপি কমিশনার হাসিব আজিজ দৈনিক আজাদীকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের আনন্দ নষ্ট হয়ে যায় বাড়তি ভাড়াসহ নানা হয়রানির কারণে। এবার আমরা বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছি। তিনি বাস মালিকদের বাড়তি ভাড়া না নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে ঈদকে আনন্দমুখর করতে চাই। এতে কোন ধরনের ব্যাঘাতের চেষ্টা করা হলে ভালো হবে না। তিনি যাত্রীদেরও বাড়তি ভাড়া দাবি করা হলে সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ করেন। তিনি বলেন, ভয়ের কিছু নেই। আপনার ধারে কাছেই পুলিশের টিম রয়েছে।