কক্সবাজার থেকে ঢাকায় বন্যপ্রাণি পাচারের সময় গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে হানিফ পরিবহনের একটি বাস তল্লাশি করে এক যাত্রীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গতকাল রাত দশটার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।
ঘটনার বিবরণে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, রাত দশটার দিকে হানিফ পরিবহনের একটি বাস (নং-ঢাকামেট্রো-ব-১৫-২৩৬৭) যোগে মো. এরশাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার জিম্মা থেকে একটি সজারু এবং দুইটি লজ্জাবতী বানর জব্দ করে। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো চুনতি রেঞ্জ বন কর্মকর্তা মাহমুদ হোসাইনের নিকট হস্তান্তর করা হয়েছে।