বাসে গায়ের ওপর বমি করে টাকা চুরি করা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এক ভোক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নগরীর কাজীর দেউরী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. রনি মিয়া, মো. রানা প্রকাশ জিসান, মো. সুমন ও নাঈম আলম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন বলেন, কাজীর দেউরীতে সিটি বাসের ভেতর এবিএম সাইফুদ্দিন খালেদ নামের একজনের মুখে বমি করে কৌশলে তার প্যান্টের ডান পকেট থেকে ১ লাখ টাকা চুরি করে গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় ভোক্তভোগী এজহার দায়ের করলে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা বমি পার্টি চক্রের সক্রিয় সদস্য। পরিকল্পনা মতো চক্রের একজন ব্যাংকের আশে পাশে অবস্থান নেয় এবং ব্যাংক থেকে টাকা নিতে আসা ব্যক্তিদের টার্গেট করে। ওই ব্যক্তি যদি বাসে উঠে তাদের কয়েকজন একই সঙ্গে বাসে উঠে যায়।
বাস কিছুদূর চলার পর আসামিদের একজন তাদের টার্গেট করা ব্যক্তির গায়ের উপরে বমি করে দেয় এবং অন্যান্যরা টিস্যু দিয়ে বমি পরিষ্কার করতে করতে টার্গেট করা ব্যক্তির কাছ থেকে কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয়।