বাসে অজ্ঞান পার্টির খপ্পরে, এক সপ্তাহ ভুগে মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন সাতকানিয়ার এক ব্যবসায়ী। তার নাম আবদুল হান্নান (৩৮)। এক সপ্তাহ আগে গত বুধবার (৩০ আগস্ট) দুপুরে সাতকানিয়ার কেরানীহাট থেকে যাত্রীবাহী বাসযোগে কর্মস্থল চকরিয়া যাওয়ার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এবং নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তিনি মারা যান। ব্যবসায়ী আবদুল হান্নান সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়ার শামসুল ইসলামের পুত্র। তিনি চকরিয়ার চিরিংগা বাজারে আনোয়ার শপিংয়ে জুতার ব্যবসা করতেন।

সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর মো. সাইফুল আলম সোহেল জানান, আবদুল হান্নান দীর্ঘদিন ধরে চিরিংগা বাজারে আনোয়ার শপিংয়ে জুতার ব্যবসা করে আসছেন। ঘটনার দিন দুপুরে (৩০ আগস্ট) হান্নান কেরানীহাট থেকে ঈগল বাসযোগে চকরিয়া যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় অজ্ঞান পার্টির লোকজন হয়তো চেতনানাশক ওষুধ সেবন করিয়ে অথবা শুঁকিয়ে তাকে অজ্ঞান করার পর নগদ ৬৮ হাজার টাকা ও মোবাইলসহ সবকিছু ছিনিয়ে নেয়। পরে তাকে অচেতন অবস্থায় চকরিয়া বাস স্টেশনে ফেলে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে মারা যান।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, এ বিষয়ে থানা পুলিশকে কেউ কিছু জানায়নি। এখন খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকমছে পেঁয়াজের দাম
পরবর্তী নিবন্ধজন্মাষ্টমীর বর্ণিল শোভাযাত্রা