বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জুনাইদুর রহমান রনি (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। রনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রহমানিয়া পাড়ার মৃত ছালেহ আহমদের পুত্র ও চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এই ঘটনায় মো. সাকিব (২১) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি একই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে পার্বত্য লামার আজিজনগরে চেয়ারম্যান লেকে ঘুরতে যান। ফেরার পথে ঘটনাস্থলে কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কলেজছাত্র রনি ঘটনাস্থলে মারা যান। গুরতর আহত সাকিবকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে প্রেরণ করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, খবর পেয়ে থানার টহল টিম ঘটনাস্থল থেকে বাসটি আটক করে। বাসের চালক ও সহকারী কৌশলে পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন
পরবর্তী নিবন্ধওমরায় যাওয়া বিএনপি নেতা ডাকাতি মামলার আসামি!