বাসের ধাক্কায় বাস যাত্রীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বালুর মাঠ এলাকায় দ্রুত গতির এক বাসের ধাক্কায় অন্য বাসের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম পলি বেগম (৩২)। তিনি বাহির সিগন্যাল এলাকার সুজি ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টসে কাজ করতেন।
সূত্র জানায়, পলি একটি বাসে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। হঠাৎ দ্রুত গতির অন্য একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্থান্তর করা হয়।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক শুভ্র আজাদীকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর আমরা বাস দুটিকে হেফাজতে নিয়েছি। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো মামলা করেনি। মামলা করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান আজাদীকে বলেন, পলির স্বামী পুলিশের সাথে যোগাযোগ করেন। একপর্যায়ে তার কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৩ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধবৃষ্টির ভবিষ্যদ্বাণী করবে এআই!