বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মে, ২০২১ at ৫:০৩ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় এস আলম বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সড়কে একজন মহিলাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর কালামিয়া বাজার এলাকার দক্ষিণ পাশের ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন বোয়ালথালী উপজেলার শেখ চৌধুরী পাড়ার আব্দুল সালাম মেম্বারের বাড়ির মো. আবু বক্কর (৪৮) ও চন্দনাইশ থানার কানাই মাদারী এলাকার মো. মজিদ উদ্দিন (৩৭)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, বাকলিয়ায় এস আলম বাসের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধআল মানাহিলের ব্যবস্থাপনায় সৌদি ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধ‘বিশেষ শর্তে’ এবার হজ আয়োজন করবে সৌদি আরব