হাটহাজারীর নজুমিয়া হাটে ব্রিজের পাশে গত শুক্রবার গভীর রাতে বাসের ধাক্কায় ওয়াসার পাইপলাইনের এয়ার রিলিজ ভাল্ব ভেঙে খালে পড়ে গেছে। এতে করে ভাঙা স্থান থেকে তীব্র গতিতে ওয়াসার পানি বের হতে থাকে। খবর পেয়ে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পাইপলাইনের ভাল্বটি মেরামতের জন্য পানি সরবরাহ সাময়িক বন্ধ করে রাখে। এদিকে পানি ১৫ ফুট উপরে উঠে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে লাগায় ওই এলাকায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বাসটি জব্দ করা হয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ বাস মালিকের বিরুদ্ধে মামলা করেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, হাটহাজারীর নজুমিয়া হাট ব্রিজের পাশে চট্টগ্রাম ওয়াসার ৪৮ ইঞ্চি পাইপ লাইনের উপর গত শুক্রবার রাত ৩টায় গ্রিন সিটি পরিবহন লিমিটেডের একটি বাস (চট্টমেট্রো–জ–১১–১৭৯২) আঘাত করার ফলে উক্ত পাইপলাইনে স্থাপিত এয়ার রিলিজ ভাল্বটি ভেঙে গিয়ে খালে পড়ে যায়। বাসের আঘাতে ওয়াসার নগরীতে সরবরাহকৃত মূল পাইপলাইনের ভাল্ব ভেঙে যাওয়ায় পাইপলাইন হতে উচ্চ চাপে প্রচুর পরিমাণ পানি লিকেজ হয়ে বের হতে থাকে। মূল পাইপে পানির হাই প্রেসার থাকায় উপরের দিকে ৩ থেকে ৪ তলা সমান উচ্চতা পর্যন্ত পানির তীব্রতা ছিল। এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলম আজাদীকে বলেন, রাঙ্গুনিয়াস্থ গোমরা থেকে চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার–১ এর উৎপাদিত পানি এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম শহরে সরবরাহ করা হয়। এর ফলে চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার–১ এর উৎপাদিত পানি চট্টগ্রাম শহরে সরবরাহ বন্ধ হয়ে যায় এবং চট্টগ্রাম ওয়াসার প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থায় প্ল্যান্টের উৎপাদন বন্ধ রাখা হয় এবং সে কারণে শহরে পানি সরবরাহ কিছুটা বিঘ্ন ঘটছে। ঘটনার পরপর আমরা পানি সরবরাহ বন্ধ করে দিয়েছি। বড় পাইপ ক্ষতিগ্রস্ত হওয়াতে রিপেয়ার করতে একটু সময় লাগছে। রাত ৮টার মধ্যে (গতকাল) মেরামত কাজ শেষ হয়ে যাবে বলে জানান তিনি। দুর্ঘটনার কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করেছে।
বিদ্যুৎ সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ ছিল : হাটহাজারী প্রতিনিধি জানান, পাইপলাইন ফেটে গিয়ে পানির ফোয়ারা নিচ থেকে প্রায় ১৫ ফুট উপরে উঠে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে লেগে যায়। এতে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে এলাকায় প্রায় ৮/১০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। প্রচণ্ড গরমে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসের ধাক্কায় ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ বাস মালিকের বিরুদ্ধে মামলা করেছে।












