বাসের ধাক্কায় আহত পথচারীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত কালা মিয়া (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কালা মিয়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র। আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রামকঙবাজার মহাসড়কে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস পথচারী এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম শহরে প্রেরণ করেন। বৃদ্ধের নিকটাত্মীয় আবুল আজম চৌধুরী জানান, নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসের ধাক্কায় আহত বৃদ্ধ কালা মিয়ার মৃত্যু হয়। গতকাল সকাল ১১টায় নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মাহবুব জানান, বৃদ্ধকে ধাক্কা দেয়া বাসটি পালিয়ে গেছে। বাসটি আটকের প্রচেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সভা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ