ছোট পর্দায় নিয়মিত কাজ করা তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসেন (৩২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঢাকা থেকে মোটর বাইকে চেপে কক্সবাজার যাওয়ার পথে গতকাল বুধবার ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হন। এতে ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ সময় প্রাণে বেঁচে যান আরেক আরোহী চিত্রগ্রাহক নাঈম ফুয়াদ।
মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (ইন্সপেক্টর) মো. মুরশেদুল আলম ভূঁইয়া দৈনিক আজাদীকে জানান, ঢাকা থেকে মোটর সাইকেলে চেপে কক্সবাজার যাচ্ছিলেন দুই আরোহী। বৃষ্টিপাতের মধ্যেও বিপদসংকূল এতদূর পথ পাড়ি দিচ্ছিলেন তারা। পথিমধ্যে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের কাছে এসে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটার (ওভারটেক) চেষ্টা করছিল বাইকটি। সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে আরোহী জাহিদসহ বাইকটি। এ সময় তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুমড়ে-মুচড়ে যায় বাইকটিও। তবে অপর আরোহী ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। নিহত জাহিদ হোসেন খুলনা জেলার খালিশপুর উপজেলার মো. ফারুক হোসেনের পুত্র।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি জানান, দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস ও বাইকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে।
এদিকে তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসেনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে শোবিজ অঙ্গণে। নাট্যনির্মাতা অনন্য ইমন জানান, বিনোদন জগতে ক্যামেরার পেছনে কাজ করার পাশাপাশি ভ্রমণপিপাসু ছিলেন জাহিদ হোসেন। প্রায়শই মোটরসাইকেল নিয়ে দলবেঁধে বেরিয়ে পড়তেন। যেখানে ঘুরতে যেতেন সেখানকার চিত্র ধারণ করতেন। ব্যক্তিগতভাবে জাহিদ একজন দক্ষ বাইকারও ছিলেন।












